ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

প্রকাশিত: ১২:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৫

বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

বিয়ের মাত্র চার মাসের মাথায় মা হলেন টলি পাড়ার অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সেই কথা। পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে এক সদ্যোজাতের আঙুল। আর সেখান থেকেই স্পষ্ট হয়েছে, সংসারে নতুন সদস্য এসেছে অভিনেত্রীর। এরপরই নেট পাড়ায় ট্রোলের শিকার হয়েছেন সেই অভিনেত্রী ।

সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর আঙুলের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'সাধারণতন্ত্র দিবসের বিলম্বিত শুভেচ্ছা। নিজেকেও জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা জানাই। ইতি, জুনিয়র।'

এই ছবি স্পষ্ট করেছে, তাদের সংসারে নতুন সদস্য এসেছে। তবে তাদের পুত্র সন্তান না কন্যা সন্তান হয়েছে, তা স্পষ্ট করেননি তারা।

কয়েক দিন আগেই রূপসা সাধের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভাইরাল হয়ে ভিডিও। সেখানে দেখা যায়, পরিবারের সদস্যরা ছেলে হবে না মেয়ে হবে, তার ভোটদান পর্বে মেতেছেন। সেখানে অবশ্য পুত্রের দিকেই ভোট বেশি পড়েছে। আদতে কোন পক্ষ জিতল, তা কিন্তু স্পষ্ট হচ্ছে না। কারণ তারা এখনও এই বিষয়ে কিছু জানাননি।

তবে রূপসা এবং সায়নদীপ সন্তানের কথা সোশ্যাল মিডিয়ায় জানাতেই কটাক্ষের মুখে পড়েছেন। অনেকেই তাদের নিয়ে ট্রোল করেছন। কারণ তাদের বিয়ে হয়েছে মাত্র চার মাস আগেই। তার মধ্যেই সন্তান হওয়ার ঘটনা, যার ফলে অনেকেই ট্রোল করেছেন। যদিও সেলিব্রিটি দম্পতি সমালোচকদের জবাব দেননি। আদৌ তারা কোনও জবাব দেন কিনা, সেই দিকেই তাকিয়ে প্রত্যেকে। আপাতত তারা নতুন সদস্যকে নিয়েই মেতে রয়েছেন। অনেকেই পোস্টে নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে অনেকেই করেছেন কটাক্ষও। অনেকেই আবার হাস্যকর রিয়্যাক্টও দিয়েছেন। অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে।

 

এসআরএস

×