ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

সুখবর দিলেন মিথিলা

প্রকাশিত: ১১:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

সুখবর দিলেন মিথিলা

ছবি: সংগৃহীত।

দীর্ঘ চার বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘জলে জ্বলে তারা’ নিয়ে সুখবর দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত এ সিনেমা।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে মিথিলা একটি সংবাদপত্রের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমাদের সিনেমা, অরুণ চৌধুরী পরিচালিত ছবি ‘জলে জ্বলে তারা’। আসছে ভালোবাসা দিবসে আপনার কাছের প্রেক্ষাগৃহে।”

সরকারি অনুদানপ্রাপ্ত ‘জলে জ্বলে তারা’ সিনেমার শুটিং শুরু হয় ২০২১ সালে। তবে শুটিং শুরুর তিন মাসের মধ্যেই করোনার প্রকোপ ও আর্থিক সংকটের কারণে থমকে যায় সিনেমার কাজ। একাধিকবার শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর, সিনেমাটির মুক্তির পরিকল্পনাতেও বিভিন্ন ধরণের জটিলতার সম্মুখীন হতে হয়। বারবার মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও, শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

এখন, রোমান্টিক ঘরানার এই সিনেমা প্রেক্ষাগৃহে আসছে ভালোবাসা দিবসে। সিনেমাটির পরিচালক অরুণ চৌধুরী এবং সংশ্লিষ্ট দল অবশেষে একে মুক্তির জন্য প্রস্তুত করেছেন।

মুক্তি প্রতীক্ষিত সিনেমাটিতে মিথিলা এবং নাঈম ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ। চলচ্চিত্রটির অপেক্ষা করা দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে একটি বিশেষ উপহার।

এখন, সিনেমা প্রেমীরা অপেক্ষা করছেন প্রেক্ষাগৃহে ‘জলে জ্বলে তারা’ সিনেমার অভ্যর্থনায়!

নুসরাত

×