রাজধানীতে হাঁটতে বের হয়ে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। দুর্ঘটনায় তার চোখের উপরের স্পর্শকাতর জায়গায় ১০টি সেলাই লেগেছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান এই অভিনেত্রী।
স্ট্যাটাসে শাহনাজ খুশি লেখেন, "হাঁটতে বের হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হই। খুব দ্রুতগতির একটি অটোরিকশা ধাক্কা দেয়। চোখের উপর খুব স্পর্শকাতর জায়গায় মারাত্মক আঘাত লেগেছে। চিকিৎসকরা ১০টি সেলাই দিতে বাধ্য হয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।"
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।
শাহনাজ খুশি ছোটপর্দার একজন বরেণ্য অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
রাজু