ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ঢাকা-দিল্লির সমস্যা নিয়ে মুখ খুললেন অঞ্জন দত্ত

প্রকাশিত: ১২:০৮, ২৮ জানুয়ারি ২০২৫

ঢাকা-দিল্লির সমস্যা নিয়ে মুখ খুললেন অঞ্জন দত্ত

অঞ্জন দত্ত

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং পরিচালক অঞ্জন দত্ত বলেছেন, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সর্ম্পক  শিল্পীদের জন্য অশান্তি ও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি মনে করেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হলে কেবল শিল্পী ও সংস্কৃতির ক্ষেত্রেই উপকার হবে তা নয়, বরং এটা দুই দেশের বাজারকেও বৃহত্তরভাবে লাভবান করবে।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জন দত্ত বলেছেন, "কলকাতা এবং ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে বাংলাদেশের সমস্যার দ্রুত সমাধান হওয়া অত্যন্ত প্রয়োজন। এই দুই দেশের বাজার অনেক বড় এবং এটি উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।"

অঞ্জন দত্ত আরো বলেন, "রাজনীতি মানুষকে ভাগ করে দেয়, কিন্তু শিল্প ঐক্যবদ্ধ করে।" তিনি রাজনৈতিক বিভাজনকে শিল্পের বাধা হিসেবে দেখছেন এবং শিল্পীদের পক্ষে ঐক্যের আহ্বান জানাচ্ছেন। এছাড়া, তিনি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

 

আশিক

সম্পর্কিত বিষয়:

×