ছবিঃ সংগৃহীত
কণ্ঠশিল্পী ও অভিনেত্রী শম্পা রেজা বলেছেন, বাংলাদেশের এখন যে মানসিক গঠন তা আগে ছিলো না। আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের ৩০০ সেকেন্ড শো'তে জয়ের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। জয়ের প্রশ্ন ছিলো, যে সময় আপনার বেড়ে ওঠা সে সময় আমাদের সামাজিক অবস্থা আরো রক্ষণশীল ছিলো, আপনি ভিন্ন ধারায় বেড়ে উঠেছেন পারিবারিক ও সামাজিক ভাবে।
শম্পা রেজা এই প্রশ্নের উত্তরে বলেন, এটা ভুল ধারণা। বাংলাদেশের এখন যে মানসিক গঠন তা আগে ছিলো না। এই রকম লুকানো, বোরখা দেয়া জগত ছিলো না। এটা একটা প্রচেষ্টার ফল। এটা করানো হয়েছে। বাংলাদেশের নিজস্ব যে চিন্তা-ভাবনা, ধরন সেটা থেকে ৩৬০° ঘুরিয়ে এখানে আনা হয়েছে। এটা পরিকল্পিত ভাবে করা হয়েছে।
রিফাত