ছবিঃ সংগৃহীত
"ইমার্জেন্সি" সিনেমা মুক্তির পর অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও ব্যস্ত নতুন সিনেমার শুটিংয়ে। এবার তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। সম্প্রতি কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার ক্ল্যাপারবোর্ডের ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, "ফিল্ম সেটে থাকার আনন্দ অন্যরকম।"
নতুন সিনেমাটি পরিচালনা করছেন বিজয় এবং প্রযোজনা করছেন ট্রাইডেন্ট আর্টসের আর রবীন্দ্রন। জানা গেছে, এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। ২০২৩ সালে কঙ্গনা এক্সে একটি পোস্টে জানান, "চেন্নাইতে আমাদের নতুন সিনেমার শুটিং শুরু হলো। এটি একটি ভিন্নধর্মী এবং উত্তেজনাপূর্ণ স্ক্রিপ্ট। সকলের সমর্থন এবং আশীর্বাদ প্রয়োজন।"
কঙ্গনা রানাউত এবং আর মাধবন এর আগেও একসঙ্গে কাজ করেছেন আনন্দ এল রাইয়ের ২০১১ সালের রোমান্টিক কমেডি তানু ওয়েডস মানু সিনেমায়, যা বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল। পরে ২০১৫ সালে এর সিক্যুয়েল তানু ওয়েডস মানু রিটার্নস মুক্তি পায়।
অন্যদিকে, আর মাধবন সম্প্রতি জি৫-এর সিনেমা হিসাব বরাবর-এ অভিনয় করেছেন।
কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইমার্জেন্সি-তে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেন। সিনেমাটি তিনি নিজেই পরিচালনা, লিখন ও প্রযোজনা করেছেন।
রিফাত