ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

জামিন পেলেন পরীমনি

প্রকাশিত: ১১:২৫, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:২৯, ২৭ জানুয়ারি ২০২৫

জামিন পেলেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

আজ সকালে, পরীমনি আদালতে হাসিমুখে প্রবেশ করেন। এর আগে, রবিবার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। যার কারণে তার আইনজীবী সময় বাড়ানোর আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা  নাকচ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো।

আশিক

×