অভিনেত্রী সুজানা জাফর। ছবি: সংগৃহীত
শোবিজ অঙ্গনের পরিচিত মুখ ও অভিনেত্রী সুজানা জাফর সম্প্রতি তার ফেসবুক পোস্টে ‘শয়তানের নজর’ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের সুখী জীবন ও সম্পর্ক নিয়ে সবার সামনে বেশি দেখাতে চায়। কিন্তু তাদের অনেককেই পরে বিচ্ছেদের মুখে পড়তে হয়েছে। এই সবকিছুর জন্য ইমান শক্তিশালী হওয়া খুব গুরুত্বপূর্ণ।’’
তিনি আরও বলেন, ‘‘ধনী অনেক মানুষকেও দেখেছি যারা তাদের সম্পদ প্রদর্শন করে, কিন্তু তাদের হৃদয়ে খুবই দারিদ্র্য এবং হতাশা কাজ করে। এসবই শয়তানের নজরের কারণে হতে পারে।’’
সুজানা তার পোস্টে উল্লেখ করেন যে বারবার আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রকাশ করা অন্যদের জন্য ঈর্ষার কারণ হতে পারে এবং শয়তানের নজরের শিকার হওয়ার ঝুঁকি থাকে। তিনি বলেন, ‘‘শয়তানের নজর বাস্তব। আমাদের সবাইকে ঈর্ষা এবং শয়তানের নজর থেকে আল্লাহ রক্ষা করুন।’’
উল্লেখ্য, সুজানা জাফরের পোস্টটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে। অনেকেই এ বিষয়ে তার সঙ্গে একমত পোষণ করেছেন এবং তার বক্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করছেন।
নাহিদা