ছবি: সংগৃহীত
প্রখ্যাত অভিনেত্রী রুনা খান বলেছেন, তিনি চেয়েছিলেন তার ঘর সন্তান দিয়ে ভরে উঠুক। একাধিক সন্তান, পাঁচ বা সাতটা, তার স্বপ্ন ছিল কিন্তু সেটা পূর্ণ হয়নি। তিনি বলেন, "আমার ঘরটা অনেক বড় ছিল, আর আমি চাইতাম এখানে অনেক বাচ্চা থাকুক, কিন্তু আল্লাহ দেননি, তাই আর কিছুই করার নেই।"
রুনা খান আরো বলেন, তার বাড়িতে সবকিছু ভাগাভাগি করে করতে হয়। তার সহকারী ফাতেমা, যে তাকে খুব ভালোবাসে, সপ্তাহে একদিন ছুটি নেয়। ছুটির দিনে তিনি, তার স্বামী এবং মেয়ে তিনজন মিলে সব কাজ ভাগাভাগি করেন। "আমাদের বাড়িতে ভাগাভাগি ছাড়া কিছুই নেই," বলে তিনি হেসে যোগ করেন।
তার মেয়ে বর্তমানে ১৪ বছর বয়সী এবং পড়াশোনা করছে। রুনা খান জানান, তার মেয়ে কখনোই বলেনি, "মা, একটা বোন বা ভাই আনো।" তবে তিনি বলেন, "আমি খুব বাচ্চা পছন্দ করি, তাই আমার ইচ্ছে ছিল আরও সন্তান হোক, কিন্তু তা হয়নি।"
এছাড়া, রুনা খান তার মেয়ে সম্পর্কে বলেন, "ও যদি অভিনয়ের পেশা বেছে নেয়, আমরা কিছু বলব না। আমরা শুধু চাই যে ও স্বনির্ভর হোক।"
তার মেয়ে সম্প্রতি তার অভিনীত বেশ কিছু চলচ্চিত্র দেখেছে, যেমন 'হালদা', 'ছিটকিনি', এবং 'কালো মেঘের ভেলা'। বিশেষভাবে, মেয়ে তার অভিনয়ের কিছু দৃশ্যের প্রশংসা করেছে এবং বলেছে যে, "তোমার এক্সপ্রেশন খুব ভালো ছিল।"
ভিডিও দেখুন: https://youtu.be/e9AgbECTINg?si=mVy_d0PZ0pEOKwRj
এম.কে.