ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

আত্মসমর্পণ করবেন পরীমনি

প্রকাশিত: ০০:৩০, ২৭ জানুয়ারি ২০২৫

আত্মসমর্পণ করবেন পরীমনি

পরীমনি

ঢাকার চিত্রনায়িকা পরীমনি আগামীকাল (২৭ জানুয়ারি) আদালতে গিয়ে আত্মসমর্পণ ও জামিন আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর মামলায় পরীমনির বিরুদ্ধে বিচার শুরুর জন্য চার্জগঠন করা হয়েছে।

গতকাল (২৬ জানুয়ারি) আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, অসুস্থতার কারণে পরীমনি আজ আদালতে হাজির হতে পারেননি, তবে আগামীকাল তিনি আত্মসমর্পণ করতে এবং জামিন আবেদন করতে আদালতে উপস্থিত হবেন।

২০২২ সালের জুলাই মাসে সাভার বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী।

আশিক

সম্পর্কিত বিষয়:

×