ছবিঃ সংগৃহীত
সম্প্রতি আর জে কিবরিয়া তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন কঙ্গনার বানানো মুজিবকে দেখে আওয়ামী লীগ নিজেকে ঠিক রাখতেছে কিভাবে? আসলে ঘটনা শুরু হয় যেভাবে...
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’, যা মুক্তি পেয়েছে ১৭ জানুয়ারি, তা নিয়ে বিতর্ক ছড়িয়েছে বাংলাদেশেও। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র এবং তাঁর ভূমিকা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
একটি দৃশ্যে মুজিবকে ভারতের প্রতি আজীবন আনুগত্যের কথা বলতে শোনা যায়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে বেমানান। অন্য এক ক্লিপে শেখ মুজিবের মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে, যা অনেকের কাছে হাস্যকর বলে মনে হয়েছে।
বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থকরা এটি নিয়ে ক্ষুব্ধ হলেও, বিরোধীরা এতে খুশি হওয়ার মতো বিষয় খুঁজে পাচ্ছেন। সিনেমাটি ভারতীয় দর্শকদের জন্য তৈরি হলেও এর বিতর্ক এখন বাংলাদেশের রাজনীতিতেও আলোচনার বিষয়।সামাজিক যোগাযোগমাধ্যমে এক বাংলাদেশি লিখেছেন, “আওয়ামী লীগের যে সামান্য সম্মান বাকি ছিল, সেটাও এই সিনেমা কেড়ে নিয়েছে।”
এদিকে, ছবির বিতর্কিত দৃশ্যগুলো নিয়ে বাংলাদেশে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের এমন বিকৃত উপস্থাপন নিন্দনীয়। তবে এ বিষয়ে আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
সূত্রঃ https://www.facebook.com/share/1A3VHmD7JS/
জাফরান