ছবিঃ সংগৃহীত
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত থেকে দেশের সোশ্যাল মিডিয়ায় এক নতুন রহস্যময় ট্রেন্ড শুরু হয়েছে। দেশের জনপ্রিয় সব ইনফ্লুয়েন্সারদের টাইমলাইনে ভেসে উঠেছে সাদা-কালো ছবি, যার মাঝ দিয়ে একটি রঙিন লাইন। ছবিতে দেখা যাচ্ছে, বাম হাতের তিন আঙুলে একটি বিশেষ সাইন দেখাচ্ছেন তারা।
ক্যাপশনগুলোও ছিল একই ধরনের। প্রত্যেক ইনফ্লুয়েন্সার লিখেছেন:
"In a world of change, trust is our mutual promise. The ✋ sign and the #LineOfTrust represents this timeless connection as we move towards a brighter tomorrow. Stay tuned for what’s coming next! #MovingTogetherBoldly #MakingTomorrowBrighter"
এই রহস্যময় পোস্টে অংশ নিয়েছেন সালমান মুক্তাদির, সৌমিক আহমেদ, সৌভিক আহমেদ, ডানা ভাই, কারিনা কাইসার এবং রাকিন আফসারসহ অসংখ্য জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তাদের একযোগে এই ধাঁচের ছবি ও বার্তা প্রকাশ করা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
অনেকেই ধারণা করছেন, এটি একটি নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন বা সচেতনতামূলক উদ্যোগ হতে পারে। তবে এখনও নিশ্চিত করে জানা যায়নি, কোন ব্র্যান্ড বা সংগঠন এই প্রচারণার পেছনে রয়েছে।
বিশেষ করে #LineOfTrust এবং বাম হাতের তিন আঙুলের সাইনের অর্থ কী, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই রহস্যের সমাধান জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
রিফাত