ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেতা শাহিদ কাপুর সম্প্রতি বলেছেন, তাঁর জনপ্রিয় সিনেমা ‘জব উই মেট’-এর চরিত্র আদিত্য এবং কারিনা কাপুর অভিনীত গীত বর্তমান সময়ে একসাথে থাকতে পারতেন না। কারণ, “গীত নিজেরই প্রিয় চরিত্র”। এই মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে শাহিদকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, “গীত নিজেকে নয়, আনশুমানকে বেশি ভালোবাসত!” (গীত চরিত্রটি গল্পের শুরুতে আনশুমানের সঙ্গে বিয়ে করার স্বপ্নে মগ্ন ছিল, যিনি পরে আদিত্যর সাহায্যে ভুল বুঝতে পেরে ফিরে আসে)।
আরেকজন মজা করে লেখেন, “বেবোর ওপর এটা সরাসরি শট (হাসির ইমোজি)। শাহিদ ঠিক ফিল দিলেন!” এই মন্তব্য কারিনা এবং শাহিদের বাস্তব জীবনের ব্রেকআপের সঙ্গে তুলনা করে করা হয়েছে, যা সিনেমার মুক্তির সময় ঘটেছিল।
এক তৃতীয় ব্যক্তি মন্তব্য করেন, “গীত বাস্তব জীবনে আদিত্যকে বুঝতে পারত, কারণ আদিত্য সিনেমার মতো ধনী ছিল না। আর গীত নিজের চাহিদা অনুযায়ী আপস করতে পারত না। তবে সাইফ ছিল তার জন্য উপযুক্ত—দেখতে ভালো, পরিবারে প্রতিষ্ঠিত এবং ধনী। বুদ্ধিমত্তার জন্যই গীত সাইফকে বেছে নিয়েছে।”
তবে অনেকেই শাহিদের মন্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, “খুবই দুঃখজনক যে তিনি এমন কিছু বলেছেন।” আরেকজন লেখেন, “কারিনা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শাহিদকে ছেড়ে তার নবাবকে পেয়েছে। মজা হলো শাহিদের ওপর।”
শাহিদের সাক্ষাৎকার
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক সাক্ষাৎকারে শাহিদকে প্রশ্ন করা হয়েছিল, ইমতিয়াজ আলির এই মতামতের সঙ্গে তিনি একমত কি না যে, আদিত্য এবং গীত বর্তমান সময়ে ডিভোর্সের পথে যেত। শাহিদ হেসে উত্তর দেন, “গীত যেহেতু নিজের প্রিয়, কেউই তাঁকে বেশি দিন সহ্য করতে পারবে না।” তবে তিনি এটাও বলেন, “এটা পরিচালকের ভিশন, আমার তেমন কিছু বলার নেই কারণ আমি শুধুই অভিনেতা।”
ভক্তদের প্রতিক্রিয়া
এক হতাশ ভক্ত লেখেন, “শেষ স্বপ্নটুকু ভেঙে দেবেন না! এটা আদিত্যর মুখে মানায় না।” আরেকজন মজা করে বলেন, “তাহলে ‘জব উই ডিভোর্সড’ নামে একটা সিক্যুয়েল বানিয়ে ফেলুন!”
সিনেমার চরিত্র নিয়ে এমন বিতর্ক অনেক ভক্তের কাছে বেদনাদায়ক। তবে, বাস্তব জীবনে শাহিদ এবং কারিনা নিজেদের জীবনসঙ্গী বেছে নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18S1rU16Ss/
মারিয়া