ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

শুধু জামা-জুতা রাখতে আলাদা ফ্ল্যাট কিনলেন অভিনেতা  

প্রকাশিত: ২১:৩৮, ২৬ জানুয়ারি ২০২৫

শুধু জামা-জুতা রাখতে আলাদা ফ্ল্যাট কিনলেন অভিনেতা  

ছবি: সংগৃহীত

তারকাদের শখের কোনো সীমা নেই। তবে বলিউড অভিনেতা ও কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকের শখ যেন একেবারেই ব্যতিক্রম। অভিনেতা গোবিন্দর ভাগ্নে হিসেবে পরিচিত ক্রুষ্ণা একসময় মামার পোশাক পরে বড় হয়েছেন। আর এখন নিজের পোশাক ও অন্যান্য সামগ্রীর জন্য আলাদা একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। জামা, জুতা, প্রসাধনী, ঘড়ি সহ নিজের পছন্দের জিনিসপত্র কেনাকাটায় বেশ আগ্রহী ক্রুষ্ণা, যা তিনি নিয়মিত সংগ্রহ করে ওই ফ্ল্যাটে সংরক্ষণ করেন।

এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, জামাকাপড় ও জুতার বিপুল সংগ্রহের স্টোরেজ স্পেস ব্যবহারের জন্য তিন রুমের একটি ফ্ল্যাট কিনেছিলাম। শুধু তাই নয়, প্রতি ছয় মাস অন্তর নিজের জামাকাপড় বদলান ক্রুষ্ণা। তিনি আরও বলেন, মামা গোবিন্দর জামাকাপড় পরেই বড় হয়েছি। আমি যখন কলেজে পড়তাম তখন মামা সব বড় ব্র্যান্ডের পোশাক পরতেন। সে সময় ব্র্যান্ড সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। মামা তখন প্রাডা, গুচি পরতেন। বছরের পর বছর ধরে আমি তার সেই ব্র্যান্ডের শার্ট ও জ্যাকেট পরতাম।
 

রাসেল

×