ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

কনকচাঁপার আবেগঘন পোস্ট

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ২৬ জানুয়ারি ২০২৫

কনকচাঁপার আবেগঘন পোস্ট

কনকচাঁপা

জনপ্রিয় গায়িকা কনকচাঁপা। তার স্বামী সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খানের ৬৬তম জন্মদিন ছিল রবিবার। বিশেষ দিনে কনকচাঁপা আবেগঘন একটি পোস্ট দিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। লেখার শুরুতে কনকচাঁপা বলেন, আজ থেকে ৬৬ বছর আগে এই দিনে তুমি জন্মেছিলে। বুড়ি দাদির মতো আমার খুব সেই আঁতুড়ঘর দেখতে ইচ্ছা হয়। শীতের রাত, আমার প্রিয়তমা শাশুড়ি আম্মা না জানি কত কষ্ট করেছেন। তখন তো আর ডায়াপার ছিল না। কি গোলাপি একটা তুলার বল না জানি ছিল। যদি একটু দেখতে পেতাম! শ্বশুর-শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কনকচাঁপা বলেন, তোমার পয়লা স্কুলে যাওয়ার দিন তোমাকে কেমন দেখাচ্ছিল সেটা জানার খুব আগ্রহ। যদিও পারিবারিক অ্যালবামে আমি তোমার অনেক ছোটবেলার ছবি দেখে তোমার শৈশব কৈশোর মুখস্থ। আমার শ্বশুর-শাশুড়িকে কৃতজ্ঞতা। তারা  তোমাকে জন্ম দিয়েছেন।
ঘটা করে জন্মদিন উদ্যাপনে আগ্রহ নেই মইনুল ইসলামের। সে কথা উল্লেখ করে কনকচাঁপা বলেন, তোমার জন্মদিনে, অনেক আয়োজন করার কথা। কিন্তু তুমি তো এগুলো পছন্দই কর না। আমি অনেক চেষ্টা করেছি উৎসব জমাতে, তুমি সেই উৎসবে পানি ঢালো ফি বছর তাই ভেবেছি এগুলো আর করব না। তবে তোমার জন্মদিনে কিছু না বলা কথা বলি, কথাগুলো হলোÑ এই এক জীবনে তোমার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। মুক্তার মতো কনকচাঁপাকে যত্নে রেখেছেন তার স্বামী। প্রিয় মানুষটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই শিল্পী বলেন, তুমি আমাকে লালন না করলে আমি কি আমি হতাম? আমার হাজার হাজার রেকর্ডিং, হাজার হাজার মঞ্চে তুমি যেভাবে চোখ দিয়ে আমাকে আগলে রেখেছ তা সত্যিই বিরল। তোমার হাত ধরে রাস্তা পার হতে যেমন আমি ডানে-বামে তাকাই না, তেমন গাইতে গেলে আর কতক্ষণ গাইব সময় গুনি না। দর্শক ভাবে কনকচাঁপা নিজে একটার পর একটা সাজিয়ে গাইছেন। কিন্তু নেপথ্যে তোমার সরব উপস্থিতি অনেকেই বোঝে না। তুমি আমাকে শিল্পী হিসেবে, তোমার স্ত্রী হিসেবে মুক্তা যেমন সযত্নে তুলায় পেঁচিয়ে রাখে তেমন রেখেছ আজীবন। সেখানে আমি কতটুকু বা প্রতিদান দিতে পারি।

×