ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

নায়িকা রুবিনাকে অপহরণ চেষ্টায় উবার চালক আটক

প্রকাশিত: ১৯:৩৪, ২৬ জানুয়ারি ২০২৫

নায়িকা রুবিনাকে অপহরণ চেষ্টায় উবার চালক আটক

চিত্রনায়িকা নিঝুম রুবিনা

রাজধানীতে রাইড শেয়ারিং অ্যাপের গাড়িতে যাত্রা করার সময় চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণের চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অভিযুক্ত উবার চালক রকিব হোসেনকে রামপুরা থানা পুলিশ রাজধানীর আফতাব নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালককে আটক করেছে রামপুরা থানা পুলিশ।

অপহরণের অভিযোগটি চিত্রনায়িকা নিঝুম রুবিনা গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন। সেখানে তিনি জানান, রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করার পর চালক সন্দেহজনক আচরণ করেন। ধানমন্ডির দিকে না গিয়ে গাড়িটি গুলশানের দিকে নিয়ে যান এবং তার প্রশ্নের জবাবে চালক অসভ্য আচরণ করেন। পরিস্থিতি বিপজ্জনক মনে হলে তিনি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে আত্মরক্ষা করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করা নিঝুম রুবিনা বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি দুটি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়াও ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’, ‘লিপিস্টিক’ সিনেমায় তাঁকে দেখা গেছে।

আশিক

×