ছবি: সংগৃহীত
শিশু কিশোরদের নাটকের দল "কোলকাতা এসো নাটক শিখি" আজ পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, তৃপ্তি মিত্র সভাগৃহে সন্ধ্যায় বিশিষ্ট নাট্যজন ড. তাপস দাস রচিত ও নির্দেশিত তিনটি নাটক মারণাস্ত্র, একটি মাঠের জন্য, সত্যি ভূতের গপ্পো মঞ্চস্থ করে।
আন্তর্জাতিক শিশু কিশোর নাট্যব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন ড. তাপস দাস তাঁর দলের পক্ষ থেকে বাংলাদেশের নাট্যজন সেলিম রেজা সেন্টুকে শিশু কিশোরদের নাট্যচর্চা ও নাট্যপত্রিকা সম্পাদনার জন্য সংবর্ধনা জ্ঞাপন করে।
শিশু কিশোর বন্ধুরা উত্তরীয়, বৃক্ষ চারা, নাট্যপ্রকাশনা ও উপহার সামগ্রী তুলে দেয়।
রাসেল