ছবিঃ সংগৃহীত
সম্প্রতি চিত্রনায়িকা শিরিন শিলা জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো তাঁর দুলাভাই, গায়ক সৈয়দ অমির সঙ্গে একটি মিউজিক ভিডিওতে অংশ নিচ্ছেন। বিষয়টি নিয়ে শিলা অত্যন্ত উচ্ছ্বাসিত এবং আনন্দ প্রকাশ করেন।
উল্লেখ্য, গায়ক সৈয়দ অমি ,চিত্রনায়িকা আঁচলের স্বামী। শিলার মতে, পরিবারের মধ্যে এমন একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করতে পারা তাঁর জন্য অত্যন্ত বিশেষ। মিউজিক ভিডিওটির শুটিং এবং গানের থিম নিয়ে তিনি বেশ আশাবাদী। শিলা জানান, "দুলাভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ, এটি আমার ক্যারিয়ারের জন্য একটি স্মরণীয় অধ্যায় হতে চলেছে।"
শিলা ও এই প্রজেক্টের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তাঁদের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনেকেই
জাফরান