ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

কেন গ্রেপ্তারি পরোয়ানা পরীমণির বিরুদ্ধে?

প্রকাশিত: ১৩:১২, ২৬ জানুয়ারি ২০২৫

কেন গ্রেপ্তারি পরোয়ানা পরীমণির বিরুদ্ধে?

অভিনেত্রী পরীমণির। ছবি: সংগৃহীত

উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রী পরীমণি এবং তার সহকর্মী জিমির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও হুমকির অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

অভিযোগে বলা হয়েছে, পরীমণি ও তার সঙ্গীরা অ্যালকোহল সেবন করে বিভিন্ন উচ্চমূল্যের ক্লাবে প্রবেশ করে এবং বিল না দিয়ে সেখান থেকে চলে আসেন। পরীমণি পরিচিত পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে মিথ্যা মামলা দায়ের করে ভয়ভীতি প্রদর্শন করেন। এছাড়া, পরীমনি ও তার সহযোগীরা এক সময় নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দেন, এর ফলে নাসির উদ্দিন মামলা করেন।

নাহিদা

×