ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন অরিজিৎ সিং

প্রকাশিত: ১০:২৮, ২৬ জানুয়ারি ২০২৫

পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন অরিজিৎ সিং

পদ্মশ্রী, ভারত সরকারের দেওয়া চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা এবং সরকারি ক্ষেত্রে গৌরবময় অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়। যদিও এটি সাধারণত ভারতীয় নাগরিকদের দেওয়া হয়, বেশ কিছু অ-ভারতীয়ও এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

এবারের পদ্মশ্রী পুরস্কারের তালিকায় রয়েছে একটি বড় চমক। দীর্ঘদিন ধরেই এই পুরস্কারের জন্য অপেক্ষা করছিলেন অনেকেই, এবং অবশেষে জানা গেল, গায়ক অরিজিৎ সিংয়ের নামও রয়েছে সেই তালিকায়।

অরিজিৎ সিং (জন্ম: ২৫ এপ্রিল ১৯৮৭) একজন খ্যাতনামা বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সাতটি ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন। হিন্দি, বাংলা এবং অন্যান্য ভারতীয় ভাষায় তাঁর অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। তাঁর নম্র ব্যক্তিত্ব এবং সাদাসিধে জীবনযাপন তাকে ভক্তদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে।

২০০৫ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা খোঁজার শো "ফেম গুরুকুল"-এ অংশগ্রহণ করার মাধ্যমে সঙ্গীত জগতে পদার্পণ করেছিলেন অরিজিৎ। তিনি শুধু হিন্দি গানে নয়, বরং বাংলা সঙ্গীত জগতেও অত্যন্ত জনপ্রিয়। টলিউড সিনেমায় তার গাওয়া অসংখ্য সুপারহিট গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে তাঁর সঙ্গীত জগতে যাত্রা শুরু হলেও, আজ তিনি একটি আলাদা পরিচিতি লাভ করেছেন। 

সূত্র: https://tinyurl.com/hs2k8ytn

আফরোজা

×