ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পরিবারকে সবার আগে প্রায়োরিটি দিই: নাদিয়া

প্রকাশিত: ২৩:৩০, ২৫ জানুয়ারি ২০২৫

পরিবারকে সবার আগে প্রায়োরিটি দিই: নাদিয়া

ছবি: সংগৃহীত।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। একক ও ধারাবাহিক দুটিতেই অভিনয় করছেন তিনি। ১৯৯২ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘বারো রকম মানুষ’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তবে নাদিয়া টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন ২০০০ সাল থেকে। ২০১৬ সালের ১৫ জানুয়ারি এ অভিনেত্রী বিয়ে করেন অভিনেতা এফ এস নাঈমকে।

এক সাক্ষাৎকারে নাদিয়া বলেন, আমার এবং নাঈমের মধ্যে সবচেয়ে বড় মিল হলো, আমরা দুজনই সবার আগে নিজেদের পরিবারকে প্রাধান্য দেই। অবশ্যই কাজেরও গুরুত্ব রয়েছে, তবে আমাদের দুজনেরই বিশ্বাস যে, পরিবারকে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ দিনগুলোতে আমরা শুটিং করি না, যতটা সম্ভব পরিবারকে সময় দিতে চেষ্টা করি। তবে এবারের মতো কিছু পরিস্থিতি আসে যেখানে কাজ করতে হয়, যেমন ১৪ই জানুয়ারি আমাদের বিবাহ বার্ষিকী ছিল, তবে কাজ করতে হয়েছে। সারাদিন একসাথে ছিলাম এবং কয়েকটি কেক কাটলাম, তবে তা সবসময় তেমন বড় কিছু নয়, কিন্তু আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত ছিল।

ভালোবাসা দিবসের তুলনায় আমরা পহেলা ফাল্গুনে একসাথে সময় কাটাতে বেশি পছন্দ করি। একটু হলুদ শাড়ি পরে, চারুকলায় ঘুরে বেড়ানো—এই সময়টাতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। এমন মুহূর্তগুলোই আসলে আমাদের কাছে অনেক মূল্যবান।

তবে, ভালোবাসা দিবসে আমরা একসাথে ডিনার করি,কখনো ঘরে কখনো বাহিরে কোথাও গিয়ে। যাতে দিনটি একটু বিশেষ হয়।

নুসরাত

×