ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পরাধীন মনে হচ্ছে, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!: পরীমণি

প্রকাশিত: ২২:৪৭, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪৯, ২৫ জানুয়ারি ২০২৫

পরাধীন মনে হচ্ছে, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!: পরীমণি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। পোস্টটিতে তিনি শিল্পীদের প্রতি চলমান বাধা ও হেনস্থার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান।

পরীমণি লিখেছেন, "এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!"

তিনি আরও উল্লেখ করেন, তার মতোই আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং কণ্ঠশিল্পী পরশীও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

পরীমণি তার পোস্টে ক্ষোভের সুরে বলেন, "কি বলার আছে আর... এ দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।"

তার এই বক্তব্য দ্রুতই বিনোদন জগত এবং দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তোলে। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিল্পীদের প্রতি এমন আচরণ কেন? কেন তারা স্বাধীন দেশে নিরাপত্তাহীনতা অনুভব করবেন?

শিল্পীদের সৃজনশীলতা এবং তাদের স্বাধীন কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানাচ্ছেন অনেকেই।

এম.কে.

×