ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আজিজ ভাই সিনেমার কথা বলার পর আমি ট্রাকে করে পালিয়েছি বাসা থেকে: ফারিন খান

প্রকাশিত: ২২:৩০, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩১, ২৫ জানুয়ারি ২০২৫

আজিজ ভাই সিনেমার কথা বলার পর আমি ট্রাকে করে পালিয়েছি বাসা থেকে: ফারিন খান

ছবি: সংগৃহীত

অভিনেত্রী ফারিন খান একটি অনুষ্ঠানে বলেছেন, এ সময় তিনি তার সিনেমা জগতে আসার অনেক ঘটনা বলেন। তিনি বলেন, কয়েকটা সিনেমার এনাউন্সমেন্ট ছিল আমার। আমার পরিবারের সবাই খুব পর্দা করে ও রক্ষণশীল অনেক। আমাকে বাসা থেকে বের হতে দিলো না। আজিজ ভাই বললো তুমি যদি কাজ করতে ইচ্ছুক থাকো, তাহলে আমাকে শেয়ার করো। বাকিটা আমি দেখছি। 

আজিজ ভাই ১২ টার দিকে বলেছিলেন আমাকে এটা, আমি আম্মুকে নিয়ে ট্রাকে করে পালিয়েছিলাম বাসা থেকে এরপরেই। ২০১৬ সালের ঘটনা এটা। আমি আর আম্মু বের হয়ে গেছি শুধু। অনেক ভয়ে ছিলাম তখন, পরে একজন ট্রাক ড্রাইভারকে অনুরোধ করে উঠি। আজিজ ভাইয়ের সাথে যোগাযোগে ছিলাম, সে বলেছিলেন শুধু গাবতলি পর্যন্ত আসো। এর সাথে অন্তু করিম ভাইয়াও ছিলো। পরে আজিজ ভাই সব থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আর ২৮ দিনের শ্যুটিং শেষ করি।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/18FV3Sbbgo/

রিফাত

×