ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ইত্যাদির নতুন পর্বের প্রচার ৩১ জানুয়ারি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫, ২৫ জানুয়ারি ২০২৫

ইত্যাদির নতুন পর্বের প্রচার ৩১ জানুয়ারি

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শূটিংয়ে ভাঙচুরের ঘটনা ঘটে গত ৯ জানুয়ারি। রাণীশংকৈলের রাজবাড়ীতে ধারণ করা জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানের ওই পর্বটি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে ৩১ জানুয়ারি রাত ৮টায় বাংলা সংবাদের পর। ইত্যাদির এবারের পর্বে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার জীবনের অনেক অজানা কথা। গান করেছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও লিজা। এই পর্বে রয়েছে বালিয়াডাঙ্গীতে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় আমগাছ, ঠাকুরগাঁওয়ের পনির, লোকায়ত জীববৈচিত্র্য জাদুঘর এবং ধারণস্থান রাজা টংকনাথের রাজবাড়ীর ওপর প্রতিবেদন। দেশের অন্যতম দার্জিলিং জাতের কমলার বাগান ঠাকুরগাঁওয়ের অরেঞ্জ ভ্যালির ওপর রয়েছে প্রতিবেদন। যথারীতি ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

×