![প্রথম মৌলিক গানে উচ্ছ্বসিত বর্ণালী প্রথম মৌলিক গানে উচ্ছ্বসিত বর্ণালী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/15-2501251449.jpg)
বর্ণালী সরকার
জন্মদিনকে মনের মতো করে উদ্যাপন মানেই অন্য রকম এক ভালোলাগা। আর সেই মহেদ্রক্ষণে যদি মুক্তি পায় ক্যারিয়ারের প্রথম মৌলিক গান, তবে তো কথাই নেই। এমনই এক শুভক্ষণ তৈরি হয় এ প্রজন্মের সুরেলা কণ্ঠশিল্পী বর্ণালী সরকারের। সংগীতাঙ্গনের প্রখ্যাত সব ব্যক্তির উপস্থিতিতে জন্মদিনে মুক্তি পায় তার প্রথম মৌলিক গান ‘হৃদয়ের আয়না’। রাজধানীর এক অভিজাত রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় এক আনন্দঘন পরিবেশে প্রকাশ হয় গানটি। অনুষ্ঠানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছিলেন বর্ণালী। সবার সঙ্গে আনন্দের সঙ্গে সারছেন ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন কথা।
উচ্ছ্বসিত বর্ণালী বলেন, জন্মদিনে আমার প্রথম মৌলিক গান মুক্তি পেয়েছে। এই দিনটি আমার জন্য বিশেষ। এ অনুভূতি অন্য রকম। এত এত শুভাকাক্সক্ষী সবাই এসেছেন আমার জন্মদিন ও প্রথম মৌলিক গান প্রকাশের অনুষ্ঠানে। আমি খুবই এক্সাইটেড। কি বলব বুঝে উঠতে পারছি না। আমার কাজের বিশেষ করে গানের ক্ষেত্রে দায়িত্ব আরও বেড়ে গেল। সামনে আরও ভালো কাজ করতে চাই। গানের কথাগুলো সুন্দর। গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুরকার ও কণ্ঠশিল্পী এফএ প্রিতম। আমরা চেষ্টা করেছি দর্শক-শ্রোতাকে সুন্দর একটি গান উপহার দেওয়ার। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।
সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন বর্ণালী সরকার। যার কারণে গানের প্রতি রয়েছে তার অন্য রকম ভালোলাগা। শৈশবেই তার গানে হাতেখড়ি। স্কুল-কলেজসহ ময়মনসিংহয়ের বিভিন্ন স্টেজে নিয়মিত পারফর্ম করেন তিনি। অন্য শিল্পীর গান কভার করেও দর্শকপ্রিয়তা পেয়েছেন এই তরুণী।
‘হৃদয়ের আয়না’ গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুরকার ও কণ্ঠশিল্পী এফএ প্রিতম। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন এফএ প্রিতম, সংগীতায়োজনে ছিলেন এস কে সাগর খান। গানের ভিডিওতে মডেল হয়েছেন আনান খান ও জয়া মির্জা। পরিচালনা করেছেন নোমান আরাফ। গান-ভিডিও মুক্তি পেয়েছে রিয়েল লিঙ্ক মিউজিক ইউটিউব চ্যানেলে।
অনুষ্ঠানে এফএ প্রিতম বলেন, বর্ণালী নতুন হিসেবে ভালো গেয়েছে। আশা করছি, ভালো সুযোগ পেলেও আরও ভালো করবে। সব সময় ভালো কাজ করার চেষ্টা করি। গান গাওয়ার জন্য ঢাকায় এলেও কম্পোজার হিসেবে কাজ করছি। পাশাপাশি নিয়মিত গান করব।
সত্তর ও আশির দশকের আলোচিত কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ নবীন কণ্ঠশিল্পী বর্ণালী সরকারকে শুভ কামনা জানিয়ে বলেন, এ প্রজন্মের কাছে অনুরোধ তোমরা তোমাদের মৌলিক গানের ভাণ্ডার সমৃদ্ধ কর। না হলে দিন শেষে রেজাল্ট জিরো। মৌলিক গানই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখবে।
এ সময় উপস্থিত গীতিকবি আহমেদ রিজভী, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, সংগীতশিল্পী মোমিন বিশ্বাস, রিয়েল লিঙ্করের কর্ণধার চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক, প্রযোজক-পরিচারক মো. ইকবালসহ চলচ্চিত্র ও সংগীতের অনেকেই।