ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রাশ্মিকার ট্র্যাডিশনাল লুকে মানানসই হেয়ারস্টাইল

প্রকাশিত: ১৮:৩১, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৪১, ২৫ জানুয়ারি ২০২৫

রাশ্মিকার ট্র্যাডিশনাল লুকে মানানসই হেয়ারস্টাইল

ছবি: সংগৃহীত

এই শীতের বিয়ের মৌসুমে এক্সপেরিমেন্ট করুন চুলের স্টাইল নিয়ে, অনুপ্রেরণা নিন রাশ্মিকা মান্দানার কাছ থেকে।

এই বিয়ের মৌসুমে আপনার চুলের স্টাইল নিয়ে একটু ভিন্নতা আনুন। ফ্যাশন আইকন রাশ্মিকা মান্দানার স্টাইল থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের ট্র্যাডিশনাল লুককে আরও আকর্ষণীয় করে তুলুন। তার সহজ ও স্টাইলিশ হেয়ারস্টাইলগুলো আপনাকেও নজরকাড়া লুকে পরিণত করতে পারে। আসুন জেনে নেই কিছু অসাধারণ হেয়ারস্টাইলের ধারণা।   

মেসি লো বান

আপনার সাধারণ ট্র্যাডিশনাল আউটফিটকে গ্ল্যামারাস করতে বেছে নিন মেসি লো বান। সামনের কয়েকটি চুল বের করে দিন যাতে আপনার লুক আরও স্টাইলিশ দেখায়।

লুজ কার্লস

একটি সিম্পল লুজ কার্ল চুলের স্টাইল আপনার লুককে তরতাজা করে তুলতে পারে। এটি আপনার আউটফিটকে একটি মৃদু শাইন দেয় যা যে কোনো অনুষ্ঠানে মানানসই।

গজরা সহ হাফ-ওপেন চুল

যেকোনো ট্র্যাডিশনাল লুকের জন্য গজরা আবশ্যিক। রশ্মিকার এই হাফ-ওপেন চুলের স্টাইল গজরার সঙ্গে নিঃসন্দেহে আপনার লুককে আরও পরিপূর্ণ করে তুলবে।

স্লিক ব্রেইড

লম্বা চুলের সৌন্দর্য ফুটিয়ে তুলতে বেছে নিন স্লিক ব্রেইড। এই চুলের স্টাইল সহজেই আপনার লুককে নতুন মাত্রা দেবে। চাইলে নিজের পছন্দের অ্যাকসেসরি যোগ করে এটিকে আরও আকর্ষণীয় করে তুলুন।

স্লিক বান ফুলের সাথে

আপনার শাড়ি বা লেহেঙ্গার সাথে মানানসই এই স্লিক বান স্টাইল করতে পারেন। প্রিয় ফুল দিয়ে সাজিয়ে তুলুন আপনার এই হেয়ারস্টাইলটি এবং বিয়ের অনুষ্ঠানে হয়ে উঠুন সকলের চোখের কেন্দ্রবিন্দু।

সফট ওয়েভস

সফট ওয়েভ চুলের স্টাইল আপনার লুককে নরম ও গ্ল্যামারাস ফিনিশ দেবে। এই হেয়ারস্টাইলটি আপনার চুলে প্রয়োজনীয় ভলিউম যোগ করবে এবং আপনাকে দেবে অনন্য এক সৌন্দর্য।

আপনার এই পছন্দের হেয়ারস্টাইলটি আপনার ট্র্যাডিশনাল লুককে নতুন মাত্রায় নিয়ে যেতে সাহায্য করবে।

 

সুত্রঃ https://www.herzindagi.com/web-stories/fashion/rashmika-mandanna-approved-sleek-hairstyles-to-pair-with-traditional-outfits-ws-39288

রিফাত

×