ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পূজা চেরি

প্রকাশিত: ১৫:২৪, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৫:২৫, ২৫ জানুয়ারি ২০২৫

প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পূজা চেরি

চিত্রনায়িকা পূজা চেরি। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জানিয়েছেন, প্রেম নয়, যদি কোনো সম্পর্কেই যান, সেটা হবে শুধুই বিয়ের জন্য। তার এই মন্তব্য বিনোদন জগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জনের বিষয়ে পূজা বলেন, “এসব প্রশ্ন শুনলে আমার খুব হাসি পায়। কারণ, সে ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন নায়ক। শাকিব খানের সঙ্গে প্রেম থাকুক বা না থাকুক, এটা পরের বিষয়। কিন্তু এত সিনিয়র একজন ব্যক্তির সঙ্গে এমন গুজব ছড়ানো অন্যায়।”

পূজা আরও বলেন, “আমি কাজ করতে এসেছি, এখানে সম্পর্ক গড়ার জন্য নয়। যদি কোনো সম্পর্কে যাই, সেটা হবে বিয়ের সম্পর্ক। প্রেম করে সময় নষ্ট করতে চাই না।”

উল্লেখ্য, পূজা চেরি সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় একটি নতুন ওয়েব সিরিজে কাজ করেছেন। সেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা রুবেল। শাকিব খানের সঙ্গে পূজার আগের কাজ নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন পূজা।

ভিডিও লিংক:https://www.facebook.com/share/r/1BNeibt86d/

নাহিদা

×