রিলিজের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে নেটফ্লিক্সের মেগা হিট সিরিজ স্কুইড গেমের একাধিক চরিত্র। তবে দ্বিতীয় সিজনেও সব কিছু ছাপিয়ে গেছে হলুদ জামা পরা দুই জুটির পুতুল ইয়াংহি। মিষ্টি চেহারার পুতুল কিভাবে হয়ে উঠেছিল মানুষ মারার যন্ত্র? সেই গল্পই জানিয়েছেন সিরিজের প্রোডাকশন ডিজাইনার।
নেটফ্লিক্সের মেগা হিট সিরিজ স্কুইড গেম। সম্প্রতি রিলিজ হয়েছে এর দ্বিতীয় সিজন। আর তারপর থেকেই আবারও তুঙ্গে এই সিরিজ নিয়ে উন্মাদনা। অসাধারণ সেট ডিজাইন গল্প সবকিছুকে ছাপিয়ে আবারও দর্শকদের মনোযোগ কেড়েছে রেড লাইট গ্রিন লাইট খেলার সেই পুতুল। যার নাম ইয়াংহি লি।
মিষ্টি দেখতে এই পুতুল কীভাবে এমন ভয়ঙ্কর হত্যা যন্ত্র হিসেবে ব্যবহারের চিন্তা মাথায় এলো, তা নিয়ে কথা বলেছেন সিরিজটির প্রোডাকশন ডিজাইনার। জানান, পুরো সিরিজ জুড়েই অপ্রত্যাশিত সব চমক থাকবে দর্শকদের জন্য। আর সেই থিমের সাথে মিলিয়েই মাথায় আসে এই ভাবনা।
এ বিষয়ে প্রোডাকশন ডিজাইনার বলেন, থিমের সাথে মিল রেখেই এমন মিষ্টি একটা পুতুলকে মানুষ হত্যার ভয়ংকর এক যন্ত্রের রূপ দেয়া হয়েছে এটি। ডিজাইনের সবচেয়ে গুরুত্ব দিয়েছি ওর মুখের অভিব্যক্তির উপর। নাক, মুখ, গাল সবকিছুই খুব কিউট। কিন্তু চোখ আর হাসি বলে দেবে এটি সাধারণ কোন পুতুল নয়, বরং একটি কিলার ডল।
ইয়ংহি মূলত দক্ষিণ কোরিয়ার প্রাইমারী স্কুলের পাঠ্যবইয়ের একটি চরিত্র। তবে চেহারার আদল দিয়েছেন নিজের মেয়ের সাথে মিল রেখে।
তিনি আরো বলেন, পুতুলটির কিছু ফিচার আসলে আমার মেয়ের চেহারা থেকে অনুপ্রাণিত। চোখের উপর শর্ট ফ্রিঞ্জ বা ব্যাংস দিয়েছি। ছোটবেলায় বহুদিন আমার মেয়ের চুলের ছাঁট এমন ছিল।
তিন বছর পর ২৬ ডিসেম্বর মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় সিরিজ স্কুইড গেম এর দ্বিতীয় সিজন। এবারও হয়েছে রেকর্ড। নেটফ্লিক্স বলছে, প্রিমিয়ার সপ্তাহেই আটষট্টি মিলিয়ন বার দেখা হয়েছে। সিজন টু। স্কুইড গেম রিলিজের পর নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় দুই কোটি।
ফুয়াদ