ছবি: সংগৃহীত।
বাংলাদেশের সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ব্যক্তিগত পছন্দ সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, যেখানে আমার জমবে না আমি সেখানে থাকি না।
পরীমনি আরও বলেন, আমি কিন্তু সবার সাথে কথা বলতে পারি না, আমার কথা বলার একটা জোন আছে। মানে আমি দু-চার মিনিটের মধ্যেই বুঝে যাই তার সাথে আমার এক ঘণ্টা আড্ডা দেওয়ার মতো জায়গাটা কি আছে নাকি নেই। তাঁর এই মন্তব্যটি তাঁর স্বচ্ছতার প্রতি দর্শকদের শ্রদ্ধা এবং সৎ সম্পর্ক গড়ে তোলার গুরুত্বের দিকে ইঙ্গিত করে।
উল্লেখযোগ্য, পরীমনি রূপ, গুণ ও অভিনয়ের দক্ষতায় অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। একে একে পরীমনি সফল ছবি উপহার দিয়ে নিজের ক্যারিয়ারকে সাফল্যের দিকে নিয়ে গেছেন।
সূত্র: https://www.facebook.com/share/r/1bUSdQRRi9/
সায়মা ইসলাম