ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রুপালি পর্দা ও ২২ গজের প্রেম: কে জিতলেন আশা ভোঁসলের নাতনির হৃদয়?

ইসরাত

প্রকাশিত: ১৩:৫৫, ২৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:০৮, ২৫ জানুয়ারি ২০২৫

রুপালি পর্দা ও ২২ গজের প্রেম:  কে জিতলেন আশা ভোঁসলের নাতনির হৃদয়?

আশা ভোঁসলের সাথে নাতনি জ়ানাই ভোঁসলে

ক্রিকেট এবং বলিউডের দুই তারকার মধ্যে সম্পর্কের গুঞ্জন উঠেছে, যা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু।

আশা ভোঁসলের নাতনি জ়ানাই ভোঁসলে এবং ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ সম্প্রতি একটি জমকালো জন্মদিন অনুষ্ঠানে একসাথে দেখা গেছেন, যা তাদের ভক্তদের মধ্যে নানা ধরনের কৌতূহল সৃষ্টি করেছে।

গত সপ্তাহে ২৩ বছরে পা দেওয়া জ়ানাইয়ের জন্মদিন উপলক্ষে বান্দ্রার একটি বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা জ্যাকি শ্রফ, শ্রদ্ধা কাপুর, এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। তবে, অনুষ্ঠানে সব থেকে বেশি নজর কাড়ে ক্রিকেটার মহম্মদ সিরাজের সাথে জ়ানাই ভোঁসলের কাছাকাছি অবস্থান এবং তাদের ছবি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ ঘটনার পর বলিউডে গুঞ্জন শুরু হয়েছে, তারা কি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন?

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিকেটার শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাডসহ আরও অনেক খ্যাতনামা খেলোয়াড়, তবে সিরাজ ও জ়ানাইয়ের ছবি ছিল আলোচনার মূল বিষয়।

বর্তমানে জ়ানাই ভোঁসলে অভিনয় করছেন সন্দীপ সিং পরিচালিত `দ্য প্রাইড অফ ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ` ছবিতে, যেখানে তিনি রানি সাই ভোঁসলের চরিত্রে অভিনয় করবেন। ছবিটি এই বছর মুক্তির পরিকল্পনা রয়েছে। সিরাজ ও জ়ানাইয়ের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেলেও, উভয়েই এখন পর্যন্ত এই বিষয়ে কিছুই প্রকাশ্যে বলেননি।

ইসরাত

×