ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

রচনা ব্যানার্জীর বাম্পার অফার

প্রকাশিত: ১২:০৭, ২৫ জানুয়ারি ২০২৫

রচনা ব্যানার্জীর বাম্পার অফার

অভিনেত্রী রচনা ব্যানার্জী

রাজনীতির ময়দানে যোগ দেওয়ার অনেক আগে থেকেই শাড়ির বুটিকের ব্যবসা করেন রচনা ব্যানার্জী। বর্তমানে তিনি চুঁচুড়ার সাংসদ। এবার নিজের সংসদীয় এলাকার উৎসবেই ‘রচনা ক্রিয়েশন’-এর শাড়ি এবং ‘রচনা কেয়ার’-এর প্রসাধনী দ্রব্যের স্টল দিলেন রচনা। সাংসদ-অভিনেত্রীর স্টল থেকে শাড়ি কিনলেই থাকছে দশ শতাংশ ছাড়! শুধু তাই নয়, আরও বেশি শপিং করলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার। বিনামূল্যে পেয়ে যেতে পারেন শাড়িও। চুঁচুড়া উৎসবে রীতিমতো তাক লাগিয়ে দিলেন রচনা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে চুঁচুড়া উৎসব। সেখানেই নিজের শাড়ি ও প্রসাধনী দ্রব্যের স্টল দিয়েছেন তারকা সাংসদ রচনা ব্যানার্জী। 

তিনি জানান, তার স্টল থেকে কেনাকাটা করলেই মিলবে ১০ শতাংশ ছাড়। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়। বিনামূল্যে মিলবে শাড়ি। স্থায়ী দোকানের পরিকল্পনা রয়েছে বলেও জানালেন তিনি। উদ্বোধনের দিন চুঁচুড়া উৎসবে বিশিষ্ট অতিথি হিসেবে হাজির ছিলেন রচনার বন্ধু-সহকর্মী তথা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

চুঁচুঁড়া উৎসব থেকে এদিন তিনি মেয়েদের স্বাবলম্বী হওয়ার বার্তাও দেন রচনা বব্যানার্জী। সাংসদ-অভিনেত্রী বলেন, আমি বরাবর বলি, নারীরা নিজের পায়ে দাঁড়াক। রোজগার করুক। শিক্ষিত হোক। সমাজে মাথা উঁচু করে দাঁড়াক, কারও কাছে হাত পাতবেন না। একটা মেয়ে মানে দশটা ছেলের সমান। আমরা ‘দিদি নং ওয়ানে’র মঞ্চেও এই বার্তাই দিয়ে থাকি। কল্যাণদাও তাই দিলেন। এই বার্তা যেন সকলের কাছে পৌঁছয় এবং মানুষ অনুপ্রাণিত হন।

সূত্র: সংবাদ প্রতিদিন।

এম হাসান

×