ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

আইআইএফএ ২৫তম আসরে শাহরুখ ও কার্তিক

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৯:৩৩, ২৫ জানুয়ারি ২০২৫

আইআইএফএ ২৫তম আসরে শাহরুখ ও কার্তিক

শাহরুখ, কার্তিক, নোরা ফাতেহি ও রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারি

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইআইএফএ)-এর ২৫তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরে। এই ইভেন্টটি আগামী ৭ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। এতে অসাধারণ পারফরম্যান্স ও প্রতিভাবান ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) মুম্বাইয়ে আইআইএফএ এর সংবাদ সম্মেলনে শাহরুখ খান এবং কার্তিক আরিয়ান উপস্থিত ছিলেন।

শাহরুখ খানকে ইভেন্টটির সঞ্চালক হিসেবে মনে করা হচ্ছে। তিনি সংবাদ সম্মেলনে কালো শার্ট ও ম্যাচিং ট্রাউজারে উপস্থিত ছিলেন।

শাহরুখের সঙ্গে যোগ দেবেন কার্তিক আরিয়ান, যিনি সুপারস্টারের সঙ্গে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন।

এই দুই অভিনেতার সঙ্গে রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারিও প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।

ইভেন্টে পৌঁছানোর সময় শাহরুখ ও কার্তিককে ঐতিহ্যবাহী স্টাইলে স্বাগত জানানো হয়, যেখানে ব্যাগপাইপার ও নৃত্যশিল্পীরা পরিবেশনায় ছিলেন।

দিয়া কুমারি বিশেষ উপহার দিয়ে শাহরুখ ও কার্তিককে ভালোবাসার নিদর্শন জানিয়েছেন, কারণ এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য পুরো শহর প্রস্তুত।

সূত্র: ইন্ডিয়াটুডে।

এম হাসান

×