ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা সম্প্রতি এক অনুষ্ঠানে তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছে। সেখানে তিনি বলেন, লিভ টুগেদার সম্পর্কের খবর আসার পর এখনো যাদের স্বভাব খারাপ তারা রাত বিরাতে আমাকে ফোন দিয়েছে। ডিভোর্সি নারী হিসেবে কোন সমস্যা হয়েছে নাকি প্রশ্ন করায় তিনি বলেন, আমি একজন পরিচিত মানুষ সবার কাছে, তাও আমার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কেউ যখন ফ্লার্ট করে ভদ্রতা বজায় রেখে তখন ঠিক থাকে, কিন্ত অনেকে খুবই অভদ্রতা করে। যা খুবই বিরক্তিকর।
আমি একজন শক্ত ব্যক্তিত্ব নারী হয়েও আমার কাছ থেকে অনেকে সুযোগ নিতে চায়, শুধু শারীরিক সুযোগ না আর্থিক সুযোগও নেয়ার চেষ্টা করে। হয়তো কোন জায়গায় কাজ করেছি, পেমেন্ট কিছু কম দিলো কারণ আমার খারাপ সময় যাচ্ছে।
ডিভোর্স নিয়ে তিনি বলেন, বাংলাদেশের সমাজ অনুযায়ী নিজের পরিবারই ডিভোর্স ভালো চোখে দেখে না, তারা মানতেই চায় না এটা। পরিবারও দোষ দেয় এই খারাপ সময়ে। যত দোষ নন্দ ঘোষ। নারীদের নাম হওয়া উচিত নন্দ ঘোষ।
রিফাত