বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৯৭তম আসরের পর্দা উঠছে ২ মার্চ। বৃহস্পতিবার আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং ঘোষণা করেন মনোনীতদের নাম। জানা গেছে, এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। দেখে নেওয়া যাক মনোনয়নের তালিকা।
সেরা চলচ্চিত্র আনোরা, দ্য ব্রুটালিস্ট, এ কমপ্লিট আননোন, কনক্লেভ, ডুন: পার্ট টু, এমিলিয়া পেরেজ, আই’ম স্টিল হিয়ার, নিকেল বয়েজ, দ্য সাবস্ট্যান্স ও উইকড।
অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি, টিমোতি শালামে, কোলম্যান ডমিঙ্গো, র্যালফ ফাইনস ও সেবাস্টিয়ান স্ট্যান।
অস্কারে মনোনয়নে এগিয়ে এমিলিয়া পেরেজ
শীর্ষ সংবাদ: