ছবি: সংগৃহীত।
বলিউড থেকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি—সব জায়গায়ই নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন দক্ষিণী অভিনেত্রী ও বিউটি কুইন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো ইতিহাস গড়া ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি সমসাময়িক ভারতীয় সিনেমায় একটি আলাদা অবস্থান তৈরি করেছেন।
সম্প্রতি সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমায় জুটি বেঁধেছেন রাশমিকা। তবে শুটিং চলাকালে শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান তিনি। এ ঘটনার পর প্রথমবারের মতো বিমানবন্দরে দেখা যায় তাকে। মুখ ঢেকে, খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় নায়িকাকে। চোটের কারণে ছবিটির শুটিংও পড়েছে বিপাকে। এরই মাঝে রাশমিকার মুখে শোনা গেল অভিনয় থেকে অবসরের ইঙ্গিত।
আসন্ন ছবি ‘ছাভা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নায়িকা এ নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন। মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত রাশমিকা বলেন, “ছাভা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েছি।”
‘ছাভা’ ছবিতে রাশমিকার পাশাপাশি অভিনয় করেছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবির ট্রেলার ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি ১৪ ফেব্রুয়ারি, ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে মুক্তি পাবে বলে জানা গেছে।
দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবির মুক্তির জন্য। রাশমিকার চরিত্র এবং তার অভিনয় যে বিশেষ কিছু হতে যাচ্ছে, তা ইতোমধ্যেই ধারণা করা যাচ্ছে।
সায়মা ইসলাম