ছবি: সংগৃহীত
একসময় বলিউডের জনপ্রিয় ছবি করণ-অর্জুন-এ শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন মমতা কুলকার্ণী। এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন তিনি। মহাকুম্ভ মেলা ২০২৫-এ গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন এই অভিনেত্রী। সন্ন্যাস গ্রহণের পর তাঁর নতুন নাম হয়েছে মমতা নন্দ গিরি।
মমতা কুলকার্ণী এখন কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাঁর পট্টাভিষেক সম্পন্ন হবে।
অভিনয়ের গ্ল্যামারাস জীবন ছেড়ে মমতা কুলকার্ণীর এই সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়কর। তবে কয়েক বছর ধরেই তিনি বলিউড থেকে দূরে ছিলেন এবং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছিলেন। মহাকুম্ভের এই সিদ্ধান্ত তাঁর নতুন জীবনের একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
মমতা কুলকার্ণী একসময় বলিউডে হট আইকন হিসেবে পরিচিত ছিলেন। তাঁর সন্ন্যাস গ্রহণের খবর বিনোদন জগতে আলোচনার ঝড় তুলেছে।
সূত্র: দ্য ওয়াল
নাহিদা