ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

নিপুণকে নিয়ে যা বললেন জায়েদ খান!

প্রকাশিত: ১৬:২২, ২৪ জানুয়ারি ২০২৫

নিপুণকে নিয়ে যা বললেন জায়েদ খান!

ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। কখনো কানাডা, আবার কখনো যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে তাকে। ৫ আগস্টের পর, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় থেকে, আর দেশে ফেরেননি এই অভিনেতা। তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

অনেকের ধারণা, সরকারের সুবিধাভোগী হওয়ার কারণে এবং মামলার ভয়ে দেশে ফিরছেন না জায়েদ খান। তবে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন তিনি। জায়েদ জানিয়েছেন, আমি কোনো অন্যায় করিনি, তাই দেশে ফিরতে ভয়ও পাই না। দেশে বাবা-মা বা ভাই-বোন কেউ নেই। এখানে (নিউইয়র্কে) একটি কোম্পানির সঙ্গে কাজ করছি। আমার দেশে ফেরার ভয় নেই কারণ আমি কোনো অপরাধ করিনি।

নিপুণ আক্তারকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বহিষ্কারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে জায়েদ খান বলেন, শিল্পী সমিতি যা করেছে, তা অনেক আগেই করা উচিত ছিল। ইন্ডাস্ট্রির মানুষের তার সঙ্গে সম্পর্ক রাখা উচিত না। নায়িকারা ভালোবাসার প্রতীক। তাদের মানুষের সঙ্গে সাবলীল ও ভালোভাবে থাকতে হয়। নিপুণ শিল্পীদের সম্মান কোথায় নিয়ে গেছেন, তা আমরা সবাই জানি।

উল্লেখ্য, আগের মেয়াদের শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জায়েদ ও নিপুণ। ফলাফলে জায়েদ বিজয়ী হলেও আদালতের রায়ে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দায়িত্ব পালন করেন নিপুণ। তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, যা সমিতিতে তার প্রভাব খাটানোর অভিযোগের কারণ।

সায়মা ইসলাম

×