ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

আমি অনেকের সিক্রেট জানি কিন্তু বলি না : বারিশ হক

প্রকাশিত: ১২:২৫, ২৪ জানুয়ারি ২০২৫

আমি অনেকের সিক্রেট জানি কিন্তু বলি না : বারিশ হক

ছবি: সংগৃহীত

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ (সিজন ২) এ সেরা ব্রান্ড প্রোমোটার হিসেবে অ্যাওয়ার্ড জয়ী বারিশ হক পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ব্রান্ড প্রমোশন শুরু করার পর আমি অন্য কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাইনি। অনেকেই বলে থাকেন আমার জন্য কেউ অ্যাওয়ার্ড পায় না। আমি চাই অন্যরাও অ্যাওয়ার্ড পাক, নতুনরা অ্যাওয়ার্ড নিক, সমসাময়িকরা  অ্যাওয়ার্ড পাক। অনেকে মনে করে আমি সিন্ডিকেট তৈরি করে রেখেছি। কিন্তু আমি আর অ্যাওয়ার্ড চাই না। নতুন কেউ যদি ডিজার্ভ করে অবশ্যই পাবে।

আপনার এমন কাউকে মনে হয় ওরও অ্যাওয়ার্ড পাওয়া উচিত?- এমন প্রশ্নের জবাবে বারিশ বলেন, সবাই যার যার জায়গা থেকে ভালো কাজ করছে। কিন্তু আমার কাজের প্যাটার্ন বরাবরই একটু ভিন্ন। হতে পারে এটা আমার এক্সপিরিয়েন্সের কারণে। আমি দীর্ঘ বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি। অনেক গুণী মানুষদের সান্নিধ্যে থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এক্সপেরিয়েন্স ম্যাটার করে। 

কেউ আপনাকে প্রমিস করে সিক্রেট শেয়ার করার পর সেটা অন্য কাউকে বলে দিয়েছেন?- এমন এক প্রশ্নের যেভাবে বারিশ বলেন, আমি খুব কম মানুষের সাথে চলি এবং কম মানুষের সিক্রেট জানি। তবে আমি অনেকের অনেক সিক্রেট জানি কিন্তু বলি না। কারণ আমি যদি কাউকে সিক্রেট বলি সে যদি বলে দেয় তখন আমি যেরকম কষ্ট পাবো ঠিক সেরকম কষ্ট পাবে।
 

JF

×