ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

বিয়ে করতে চান শিমলা

প্রকাশিত: ১০:৪৩, ২৪ জানুয়ারি ২০২৫

বিয়ে করতে চান শিমলা

সম্প্রতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শিমলা।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিমলা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

প্রেম নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, "আমি ২৪ ঘণ্টাই প্রেম করি।" বিয়ের প্রসঙ্গে শিমলা বলেন, তিনি বিয়ে করতে চান। একজন নারী হিসেবে তিনি চান সৃষ্টিকর্তার ইচ্ছায় তার বিয়ে হোক। তিনি আরও বলেন, বিয়ে খুব শিগগিরই করবেন এবং এ মুহূর্তে বিয়ের ব্যাপারে প্রস্তুত রয়েছেন।

তার সাজ-পোশাক নিয়ে শিমলা বলেন, এটি পুরোপুরি তার মুডের ওপর নির্ভর করে। "মুড স্বাভাবিক থাকলে সাজও স্বাভাবিক হয়, মুড অস্বাভাবিক হলে সাজও অস্বাভাবিক হয়। আর মুড যদি উড়াধুরা থাকে, তখন সাজ পোশাকও উড়াধুরা হয়।"

বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে গিয়ে শাকিব খানকে তিনি 'কিং' বলে অভিহিত করেন। শাকিব তার খবর রাখেন কি না, এ প্রশ্নে শিমলার জবাব ছিল, "কোন না কোনভাবে রাখে, কিন্তু মুখোমুখি দেখা হয় না। আমরা স্বপ্নের জগতের মানুষ, আমাদের দেখা না হওয়াই ভালো।"

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না থাকার বিষয়ে শিমলা বলেন, তিনি নিজেকে 'আন-সোশ্যাল' মনে করেন। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে শিমলা জানান, তিনি তার মায়ের সঙ্গে থাকেন এবং অসুস্থ মাকে বেশি সময় দেন। বাসায় সময় কাটানোর পাশাপাশি তিনি নিজের হাতে রান্নাও করেন।

সূত্র:https://tinyurl.com/m5t8v9dj

আফরোজা

×