ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

এবার শিল্পকলায় ব্যান্ড সংগীত বন্ধ

বিনোদন রিপোর্টার

প্রকাশিত: ০২:১২, ২৪ জানুয়ারি ২০২৫

এবার শিল্পকলায় ব্যান্ড সংগীত বন্ধ

নাটকের পর এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বন্ধ হলো ব্যান্ড সংগীতের অনুষ্ঠান। শুক্রবার নন্দন মঞ্চে বিকেল চারটায় সঙ্গীত, নৃত্য ও আবৃৃত্তি বিভাগের আয়োজনে মাইলস, দলছুটসহ আরও কয়েকটি ব্যান্ডের পারফর্মেন্স করার কথা ছিল। 

 

কিন্তু, তার আগেই বৃহাস্পতিবার (২৩ জানুয়ারি) শিল্পকলার ফেসবুক পেইজে অনুষ্ঠানটি বন্ধের ঘোষণা আসে। পোস্টে লেখা হয় 'অনিবার্য কারণবশত আগামিকাল  সঙ্গীত, নৃত্য ও আবৃৃত্তি বিভাগের আয়োজনে বাংলাদেশের শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে ব্যান্ড সংগীতের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের পরবর্তী তারিখ জানানো হবে।'

তবে এ বিষয়ে শিল্পকলার মহাপরিচালকের সঙ্গে কথা বলার জন্য ফোন করা হয়, কিন্তু তিনি কল রিসিভ করেননি। 

 

এ বিষয়ে শিল্পকলার সচিব ওয়ারিশ হোসেন বলেন, অনুষ্ঠানটি কেন বন্ধ করা হয়েছে সেটি ডিজি সাহেব ভালো বলতে পারবেন। আমরা শুধু তার আদেশ পালন করছি। তিনি আমাদের জানিয়েছেন অনিবার্য বশত অনুষ্ঠানটি করা এখন সম্ভব হবে না।'

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, এটা আমাদের জন্য দু:খজনক বিষয়। আমাদের ২৪ তারিখে আরও কনসার্ট করার প্রস্তাব ছিলো। কিন্তু শিল্পকলার অনুষ্ঠানের জন্য সেটা বাদ দিই। এখন একদিন আগে জানালো অনুষ্ঠান হচ্ছে না।

তাবিব

×