ছবি: সংগৃহীত
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শম্পা রেজা বলেন,যে প্রক্রিয়ায় সন্তান জন্মায় সেই প্রক্রিয়াটা পর্নগ্রাফি নয়। সেইটা একটা আর্টও। আমাদের ওই দৃষ্টিটা নিয়ে আসতে হবে সেইটা মনে,চোখে ওই শিক্ষাটাও নিয়ে আসতে হবে।
ওই বিদেশি গুলা দেখি। দেখি না? বিদেশি মুভি দেখি। কিন্তু আমাদের দেশে কিছু হলে ওই চলে গেল, ধ্বংস হয়ে গেল।
এতো ঠুনকো আমাদের সমাজ, এতো ঠুনকো আমাদের মানুষিক অবস্থা। এই দায়িত্ব কে কারটা নিবে। আমার কাছে কোন কিছু অশ্লীল মনে হয় না। আর যদি অশ্লীল মনে হয় সেইটা আমি দেখবো না। এসব নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। কোন ঝামেলাও লাগে না আমার।
রাসেল