ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আমার অনেক ওজন বেড়েছে, পর্দায় দেখতে আর ভালো লাগে না: শবনম ফারিয়া

ইসরাত

প্রকাশিত: ২২:০৮, ২৩ জানুয়ারি ২০২৫

আমার অনেক ওজন বেড়েছে, পর্দায় দেখতে আর ভালো লাগে না: শবনম ফারিয়া

শবনম ফারিয়া। 

নিজেকে পর্দায় দেখতে আর ভালো লাগে না সম্প্রতি এক গণমাধ্যম সম্প্রচার অনুষ্ঠানে একথা বলেন শবনম ফারিয়া। 

অভিনয়ে আপনাকে কম পাওয়া যাচ্ছে, এর কারন কি এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার অনেক ওজন বেড়ে গিয়েছে যার কারনে নিজেকে ক্যামেরার সামনে দেখতে আর ভালো লাগে না। আমি আসলে নিজেকে একটা নির্দিষ্ট শেইপে দেখে অভ্যস্ত।  তাই এখন এভাবে ক্যামেরার সামনে নিজেকে ভালো লাগে না

এছাড়াও তিনি বলেন, আমি মাস্টার্স করছিলাম। তাই মাস্টার্সের পরপর সময়টা অনেক ব্যস্ত ছিলাম। এজন্য অভিনয়ে নিয়মিত থাকতে পারি নি। 

এসময় তিনি আরও উল্লেখ করেন, পর্দার সামনে কাজ করতে কিছু জিনিস মেইনটেইন করা লাগে। আবার যদি মনে হয় আমি শেইপ ঠিক করতে পেরেছি তাহলে আবার আগের মত নিয়মিত হব।

ইসরাত

×