ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

রাভিনাকন্যা রাশার ক্রাশ কে জানলে অবাক হবেন!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:০১, ২৩ জানুয়ারি ২০২৫

রাভিনাকন্যা  রাশার ক্রাশ কে জানলে অবাক হবেন!

ছবিঃ সংগৃহীত

বলিউডে তারকা রাভিনার মেয়ে রাশা থাদানি সম্প্রতি অভিষেক কাপুরের পিরিয়ড ড্রামা আজাদ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। ছবিতে রাশার পাশাপাশি অজয় দেবগণের ভাতিজা আমান দেবগণও ডেবিউ করেছেন। সিনেমা মুক্তির আগে থেকেই রাশা তার ভক্তদের কাছে বেশ জনপ্রিয়, বিশেষত তরুণ প্রজন্মের সঙ্গে তার সম্পর্কযুক্ত উত্তর ও ব্যক্তিত্বের কারণে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, মিস মালিনির সঙ্গে কথোপকথনে রাশাকে জিজ্ঞাসা করা হয় তার প্রথম সেলিব্রিটি ক্রাশ সম্পর্কে। প্রশ্নটি এড়ানোর বদলে তিনি সোজাসাপ্টা জবাব দেন, “আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা।” রাশার এই উত্তরে তার সহ-অভিনেতা আমানও একমত প্রকাশ করেন।

আমান জানান, সিদ্ধার্থের প্রথম বলিউড সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার (২০১২) তারও খুব পছন্দের ছিল। তিনি আরো যোগ করেন যে সেই সিনেমায় আলিয়া ভাটকে, যিনি তখন নবাগত ছিলেন, ‘খুব মিষ্টি’ লেগেছিল।

রাশার এই স্বীকারোক্তি তার ভক্তদের কাছে তাকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে, কারণ তারকা হিসেবে তিনি একেবারে সৎ এবং খোলামেলা।

জাফরান

×