ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী পরিচালক প্রিন্স মাহমুদ তার এক ফেসবুক পোস্টে 'জংলি' সিনেমার কণ্ঠশিল্পী আতিয়া আনিসাকে পরিচয় করিয়ে দিয়েছেন তার ভক্তদের সাথে। প্রিন্স বলেন, এই ছোট্ট পরীটার নাম আতিয়া আনিসা। তাহসানের সাথে 'জংলি' সিনেমার 'জনম জনম' গেয়েছে। পরীটা চমৎকার গেয়েছে। গান করার পর ওর উচ্ছাস ওর আনন্দ দেখে আপ্লুত। সিনেমায় এই প্রথম আমার ডুয়েট গান। আসবে ভালোবাসা দিবসে।
'জংলি' আসবে প্রিন্স মাহমুদের সুরে। সেই ক্যাসেট সিডির সময়ের মত। এই ভাবে ভেবেছে পরিচালক এম রাহিম, প্রিয় নায়ক সিয়াম এবং জংলি টিম। যখন এসে এই কথা বলল মন ভালোলাগায় ভরে গেছে। এভাবে কেউ ভাবতে পারে এটাই চিন্তায় আসেনি। অনেক ভালোবাসা জংলি টিম, অনেক।
প্রিন্স আরো বলেন, আমার করা পাঁচটি গান থাকছে। শিল্পী কে কে থাকছেন এখনই বলছিনা। একজন একজন করে নিয়ে আসব। তিনটি জেনারেশনের সবাই পছন্দের তালিকার শীর্ষে। একটি একটি করে প্রকাশের পর ‘জংলি' এ্যালবাম আকারে আসবে। এখনো কাজ চলছে। পাঁচটি গানই ভালো লাগবে আশা করছি।
রিফাত