ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বাপ্পার নতুন গান প্রকাশ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ২৩ জানুয়ারি ২০২৫

বাপ্পার নতুন গান প্রকাশ

বাপ্পা মজুমদার

এনামুল করিম নির্ঝরের কথা-সুরে ‘কেন হাতের মুঠোর মধ্যে খানে’ শিরোনামের গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যায় এক নির্ঝরের গান প্রকল্পের আওতাভুক্ত মৌলিক এ গানটি প্রকাশ হয় গানশালা-ইকেএনসি ইউটিউব চ্যানেলে। গানটিতে সংগীতায়োজন করেছেন সৈয়দ কামরুল ইসলাম সুজন। জানা যায়, গত বছরের মাঝামাঝি থেকে এক নির্ঝরের গান প্রকল্পের উদ্যোগে গানশালা থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে নয়টি অ্যালবামে সন্নিবেশিত ৬৩টি মৌলিক গানের সংকলন ‘যেটা আমাদের নিজের মতো।’ প্রকাশের এ পর্যায়ে বাপ্পা মজুমদারের গাওয়া এ গানটি। এ ছাড়াও সংকলনটিতে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মোস্তফা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ, অর্ণব, সোমনুর মনির কোনাল, সভ্যতা, ফারহিন খান জয়িতাসহ ৫৪ জন নবীন ও প্রবীণ শিল্পী। গানগুলোর সংগীতায়োজন করেছেন ১২ জন তরুণ সংগীত পরিচালক। এই সংকলনে নয়টি অ্যালবামের প্রতিটিতে সাতটি করে গান রয়েছে। সংকলনের সব গানের কথা লিখেছেন, সুর দিয়েছেন এনামুল করিম নির্ঝর।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের ধারাবাহিক প্রক্রিয়ায় এনামুল করিম নির্ঝর স্থাপত্য, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সৃজনশীল-সামাজিক উদ্যোগ নিয়েছেন। এর ভেতর সংগীত উদ্যোগের প্রথম প্রয়াস মৌলিক গান নির্মাণের প্রকল্প এটি। গানশালা মৌলিক গান নির্মাণের নিয়মিত চর্চা করে যাচ্ছে। যার ভিত গড়তে প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিবৃত্তিক সামাজিক দায়বদ্ধতাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়ার উদ্দেশ্য কণ্ঠশিল্পী, বাদ্যযন্ত্রী, গীতিকার, সুরকার, শব্দ প্রকৌশলী, সংগীতায়োজক ও প্রযোজকদের জন্য একটি ছাউনি তৈরি করা। যার মাধ্যমে তারা সৎভাবে অর্থ উপার্জন করবে। এক সময় তারাই এ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নেবে।

×