ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মঞ্চে ফিরছেন সাবিনা ইয়াসমীন

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:০০, ২৩ জানুয়ারি ২০২৫

মঞ্চে ফিরছেন সাবিনা ইয়াসমীন

সাবিনা ইয়াসমীন

অসুস্থতা পেরিয়ে আবার মঞ্চে ফিরছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এক বছরের বেশি সময় হল গানের মঞ্চে নেই এ শিল্পী। এই দীর্ঘ সময়ে গায়িকা ব্যস্ত থেকেছেন চিকিৎসা নিয়ে। এরপর নানা ধরনের চিকিৎসা এবং রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে অবশেষে গানে ফিরছেন তিনি। শীঘ্রই ঢাকা এবং চট্টগ্রামে একাধিক অনুষ্ঠানে গাওয়ার তার কথা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই শিল্পী। তিনি বলেন,  এখন বেশ ভালো আছি। মঞ্চে গাইতে আসছেন বলেও সুখবর দিয়েছেন। কবে, কোথায় হবে গানের অনুষ্ঠান ? উত্তরে সাবিনা ইয়াসমিন বলেছেন ৩১ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি ঢাকায় দুইটি অনুষ্ঠানে এবং পরে চট্টগ্রামেও অনুষ্ঠানে গান করার কথা রয়েছে তার। কতদিন পর মঞ্চে গান করতে ফিরছেন জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন, তা এক বছরের বেশিই হবে। এখন নিজেকে রেওয়াজ করে অনুষ্ঠানের জন্য প্রস্তুত করছেন তিনি।
প্রথম দফায় ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই সংগীতশিল্পী। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে এবং গানেও ফিরেছিলেন। মাঝের বছরগুলোয় কেবল দেশে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে স্টেজ শো করেছেন। গতবছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে। দেশের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ হয়েছিল এই খবর। পরে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় সিঙ্গাপুরে তার চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছিলেন সাবিনা। তিনি বলেছিলেন গত ৭ ফেব্রুয়ারি তার দাঁতে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। তারপর পুরোপুরি সুস্থ হতে তাকে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছে।
কিছুদিন আগে সাবিনা ফিরে এসেছেন ঢাকায়। এর মধ্যে গত ৪ জানুয়ারি ঢাকাই সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমানের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হলে, সেখানে এসেছিলেন সাবিনা।

×