ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা সম্প্রতি এক অনুষ্ঠানে র্যাপিড ফায়ার সেশনে তার খোলামেলা ও সোজাসাপ্টা মন্তব্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নিজের মতামত প্রকাশ করেন।
ছেলেদের দুটি খারাপ অভ্যাস কী? এমন প্রশ্নের জবাবে স্বাগতা বলেন, “ছেলেদের বসতে দিলে শুইতে চায়, আর একটু পরেই মাথায় উঠে যায়। এছাড়া মেয়ে ছাড়া চলতে পারে না, অথচ মেয়েদের প্রতি অনেক সময় অসম্মানজনক আচরণ করে।”
মেয়েদের ক্ষেত্রে খারাপ অভ্যাস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মেয়েরা কূটনামি করে আর অন্যের প্রতি ঈর্ষাপ্রবণ।”
র্যাপিড ফায়ারে ব্যক্তিগত পছন্দ নিয়েও তিনি অকপটে কথা বলেন। গোল্ড নাকি ডায়মন্ড, কোনটি তার বেশি পছন্দ? এমন প্রশ্নে স্বাগতা জানান, তার পছন্দ গোল্ড। এছাড়া প্রিয় মানুষের সঙ্গে লং ড্রাইভে যেতে ভালোবাসেন বলেও উল্লেখ করেন।
বিয়ে করার আগে লিভ টুগেদার করা উচিত কিনা জানতে চাইলে তিনি বলেন, “এটা একেবারেই ব্যক্তির উপর নির্ভর করে।” বয়সে বড় না ছোট, কে ফ্লার্ট করলে ভালো লাগবে—এমন মজার প্রশ্নের উত্তরে স্বাগতা হেসে বলেন, “যেই করুক, ব্যাপার না। এটা তো আর কোনো কমিটমেন্ট না!”
এছাড়া তিনি জানান, গান গাইতে তার বিশেষ ভালো লাগে, যা তার ভক্তরাও জানেন।
সুত্রঃ https://www.facebook.com/deeptotv.bd/videos/3803595526548960/
রিফাত