ছবি: সংগৃহীত।
ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের দুটি টিকিট চুরির অভিযোগ উঠেছে একটি ডেলিভারি এজেন্টের বিরুদ্ধে। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজেই এ অভিযোগ তুলে ধরেছেন। বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্বস্তিকা তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “ইডেন গার্ডেনে আজকের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের দুটি টিকিট চুরি করেছে @swiggyindia-এর এক জিনি এক্সিকিউটিভ।” পোস্টে তিনি সুইগিকে ট্যাগ করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, “আজ আমাদের সঙ্গে এমনটা ঘটেছে, আগামীকাল আপনার সঙ্গেও ঘটতে পারে। নিজের নিরাপত্তার জন্য বিষয়টি শেয়ার করুন।”
অভিনেত্রী জানান, টিকিট দুটি নিউটাউন অ্যাকশন এরিয়া ২ থেকে অ্যাকশন এরিয়া ১-এ পাঠানোর জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০-এ ডেলিভারি অর্ডার করা হয়। কিন্তু মাঝপথে ডেলিভারি এজেন্ট তার ফোন ব্লক করে দেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি, বুধবার ভোর ৫:৩৭-এ অর্ডারটি ডেলিভারড হিসাবে চিহ্নিত করা হলেও টিকিট দুটি আর পৌঁছায়নি।
এ ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি আলোড়ন তুলেছে। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি করেছেন।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
সায়মা ইসলাম