ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সবসময় তার সহজ, ন্যাচারিক এবং ম্যানিমালিস্টিক মেকআপ লুকের জন্য পরিচিত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি "গেট রেডি উইথ মি" বিউটি টিউটোরিয়াল শেয়ার করেছেন আলিয়া। মেকআপ প্রেমীদের জন্য এই টিউটোরিয়াল যেন এক অনুপ্রেরণা।
আলিয়ার সিগনেচার মেকআপ রুটিন
টিউটোরিয়ালে আলিয়া দেখিয়েছেন, কীভাবে সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে আকর্ষণীয় লুক তৈরি করা যায়। প্রথমেই তিনি ব্যবহার করেন একটি হালকা পিঙ্ক ব্লাশ স্টিক। তার কথায়, “গোলাপি গাল সবসময়ই জনপ্রিয়।” এরপর তিনি এটি হাতে মিশিয়ে নেন। ঠোঁটে হালকা পিচি শেডের গ্লস ব্যবহার করে মুখে নিয়ে আসেন এক অনন্য উজ্জ্বলতা।
ব্রাউস নিখুঁতভাবে গড়ে তুলতে তিনি ব্রাউ মাসকারার সাহায্য নেন। চোখের পলকে ড্রামা আনতে কালো মাসকারা ব্যবহার করেন। শেষে গালের হাইলাইট পয়েন্টগুলোতে অল্প শিমার অ্যাপ্লাই করেন, যা তার পুরো মেকআপ লুককে ফিনিশিং টাচ দেয়।
গোলাপি গ্লো লুক
এর আগেও আলিয়া তার গোলাপি লুকের জন্য প্রশংসিত হয়েছেন। ডিউই বেসের ওপর সঠিক পরিমাণে ব্লাশ, পালক-স্টাইলের ব্রাউস, গ্লিটার আইশ্যাডো এবং সামান্য ব্রোঞ্জারের টাচ তার চেহারায় নিয়ে আসে এক অনন্য দীপ্তি। চোখের কোণায় হালকা স্পার্কল যোগ করে তিনি লুকে বাড়তি শার্পনেস এনেছিলেন। পিচ টোনের লিপ কালার তার মেকআপকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।
মেকআপ ব্লান্ডার থেকে শিক্ষা
মেকআপ করতে গিয়ে ভুল হওয়া স্বাভাবিক। আলিয়াও একবার এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। একবার আইব্রো থ্রেডিংয়ের সময় তার একটি ভ্রু অতিরিক্ত সরু হয়ে যায়। তিনি তখন ভ্রুটি ঠিক করার পরিবর্তে তা যেমন ছিল তেমনই রেখে দেন। তার মতে, “আমি ভাবলাম, আমার হয়তো একটু বেশি কৌতূহলী দেখাবে। তবে এটা খুব বড় সমস্যা ছিল না, কারণ আমার চুল খুব দ্রুত বাড়ে।”
আলিয়ার মেকআপ মন্ত্র
আলিয়া ভাটের মেকআপের সহজসাধ্য ও চমকপ্রদ স্টাইল সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার "লেস ইজ মোর" মন্ত্র যে কোনো অনুষ্ঠানের জন্য ফ্রেশ এবং ডিউই লুক পেতে একদম আদর্শ।
রিফাত