ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

অমিতাভকে নিয়ে যে স্মৃতিচারণ করলেন নীতু কাপুর!

প্রকাশিত: ১৯:৪৪, ২৩ জানুয়ারি ২০২৫

অমিতাভকে নিয়ে যে স্মৃতিচারণ করলেন নীতু কাপুর!

ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিতু কাপুর একবার শুটিংয়ের সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং অমিতাভ বচ্চন তাঁকে সান্ত্বনা দিয়েছিলেন। ঘটনাটি ঘটে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ইয়ারানার শুটিংয়ের সময়।

নিতু কাপুর, যিনি তখন সদ্য অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন, শুটিংয়ের জন্য কলকাতায় ছিলেন। এই সিনেমার জনপ্রিয় গান সারা জামানা হাসিনো কা দিওয়ানা-র শুটিং চলছিল সেদিন। এই গানে অমিতাভ বচ্চন তাঁর বিখ্যাত বাল্ব লাগানো কালো লেদারের জ্যাকেট পরেছিলেন। তবে গানের শুটিংয়ে নিতু কাপুর উপস্থিত থাকলেও পুরোটা শেষ না করেই তিনি মুম্বাই ফিরে যান।

একটি পুরনো সাক্ষাৎকারে নিতু কাপুর বলেছিলেন, আমাদের সেই দিন কলকাতার একটি স্টেডিয়ামে গানের শুটিং ছিল। আমি অমিতাভজির পাশে বসে ছিলাম এবং চোখ দিয়ে টপটপ করে জল পড়ছিল। আমি তখন মাত্র এনগেজড হয়েছি এবং ঋষির থেকে দূরে থাকতে চাইছিলাম না। কলকাতার ফোনগুলোও কাজ করছিল না। ঋষি আমার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না বলে রেগে ছিল। অমিতাভজি আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কাঁদছ কেন?’ আমি বললাম, ‘আমি ফিরে যেতে চাই।’ উনি বললেন, ‘তুমি ঠিকই ফিরে যাবে।’

অমিতাভ বচ্চন নিজেই নিতুর ফেরার ব্যবস্থা করেন, এবং এর ফলে নিতু কাপুর গানটির কেবল অর্ধেক অংশে উপস্থিত ছিলেন।

নিতু কাপুরের এই আবেগঘন মুহূর্ত এবং অমিতাভ বচ্চনের সহানুভূতির গল্প আজও বলিউডের একটি মধুর স্মৃতি হয়ে রয়েছে। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/1B82atYpuD/

রিফাত

×